মুর্শিদাবাদ, ১১ জুলাই (হি.স.): এক বৃদ্ধার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে। বুধবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ার খিদিরপুর এলাকায় একটি পাটক্ষেতের ভিতরে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে গতকাল রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম গুরুদাসী মণ্ডল (৯০)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের নিশ্চিন্তপুর এলাকায়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধা কয়েকদিন আগে ভজরামপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তারপরেই এই ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে ব্যাপারে এখনও ধোঁয়াশায় পুলিশ।
2024-07-11