ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ইকফাই এর জয় রুখে দিয়েছে স্বামী বিবেকানন্দ। ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। ইকফাই ফুটবল ক্লাব বনাম স্বামী বিবেকানন্দ ক্লাবের মধ্যে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন লিগ ফুটবলের খেলায় ইকফাই ফুটবল ক্লাব ও স্বামী বিবেকানন্দ ক্লাবের ম্যাচটি এক এক গোলে ড্র-তে নিষ্পত্তি হয়েছে। প্রথমার্ধেই দু দলের দুটি গোল ম্যাচ কে অমীমাংসিত করে তোলে। খেলার ৩৬ মিনিটের মাথায় ইকফাই ফুটবল ক্লাবের খাকচাং জমাতিয়ার গোল দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। কিন্তু ৮ মিনিট বাদেই অর্থাৎ প্রথমার্ধের খেলার শেষ পর্যায়ে স্বামী বিবেকানন্দ ক্লাবের বিশাল চৌধুরী গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। খেলার প্রথম আধ ঘণ্টারও বেশি সময় দু দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা দিয়েছিল। দ্বিতীয়ার্ধের পুরোটাই পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও জয় সূচক গোলের সন্ধান কেউ পায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি এক-এক গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। এবং দুই দল পয়েন্টও পেয়েছে এক- এক করে। খেলার প্রথমার্ধেই দু দলের দু-জনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, অরিন্দম মজুমদার, অভিজিৎ দাস ও সুকান্ত দত্ত।