আগরতলা, ১১ জুলাই: আলু এবং পেঁয়াজের দ্রব্যমূল্যে হ্রাস টানতে সদর এনফোর্সমেন্ট টিমের উদ্যোগে বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। খাদ্য দপ্তর ও লিগ্যাল মেট্রলজি সেলের যৌথ উদ্যোগে এদিনের এই অভিযানটি হয়েছে।
মূলত আলু ও পেঁয়াজের প্রথম স্তরের যারা বিক্রেতারা রয়েছেন তাদের দোকানে এদিন অভিযান চালানো হয়েছে। রাজ্যের বাজার গুলিতে মূলত নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের সামঞ্জস্যতা বজায় রাখতে এবং অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
এদিন মহারাজগঞ্জে বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে একটি দোকানে বিক্রিকৃত জিনিসের দামের মধ্যে অসামঞ্জসতা লক্ষ্য করেছে আধিকারিক। সঙ্গে সঙ্গে ওই দোকানের মেমো বুক জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিক। বেশিরভাগ দোকানেই সঠিকভাবে ব্যবসা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অসৎ উপায়ে বিক্রি রুখতে এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন আধিকারিকেরা।
এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন সদর ডিসিএম সহ খাদ্য দপ্তরের আধিকারিক সহ সেল ট্যাক্সের আধিকারিকেরাও।