গুয়াহাটিতে শুরু হল তথ্য-সম্প্রচার মন্ত্রকের উত্তরপূর্ব আঞ্চলিক সম্মেলন, পারস্পরিক বোঝাপড়া ও মত বিনিময়ের এক বড়  মঞ্চ এই সম্মেলন: মহা নির্দেশক

গুয়াহাটি, ১০ জুলাই : তথ্যসম্প্রচার মন্ত্রকের অধীনে উত্তরপূর্বাঞ্চলের সমস্ত মিডিয়া কার্যালয়ের অংশগ্রহণের মাধ্যমে গুয়াহাটিতে বুধবার শুরু হয়েছে তিন দিনের উত্তরপূর্ব আঞ্চলিক সম্মেলন| এই তিনদিন ব্যাপী সম্মেলনে জ্ঞাপন ও প্রচার কর্মসূচির পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক বিষয় নিয়েও পর্যালোচনা করা হবে| বুধবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রকের আঞ্চলিক মহানির্দেশক কে. সতীশ নাম্বুদিরিপাদ বলেন, উত্তরপূর্বাঞ্চলে  স্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জ্ঞাপন ক্ষেত্রের অধীন সমস্ত  শাখা কার্যালয়ের কাজকর্মকে সার্বিক ও সাবলীল করে তোলার লক্ষ্যে পারস্পরিক মত-বিনিময় ও বোঝাপড়া গড়ে তোলার জন্য এক বৃহৎ মঞ্চ হয়ে উঠবে এই সম্মেলন। উত্তরপূর্বাঞ্চল জুড়ে জন-তথ্য সম্প্রচারের ক্ষেত্রে সমন্বিত প্রচেষ্টার গুরুত্বকে তুলে ধরেছে এই সম্মেলন।

সম্মেলনের মুখ্য দিক হলো উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে কর্মরত ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এর আধিকারিকদের নেতৃত্বে সরকারের নীতি, পদক্ষেপ ও কর্মসূচি নিয়ে জ্ঞাপন ও  প্রচার সংক্রান্ত কাজকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা| সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলনে নয়াদিল্লি থেকে প্রেস ইনফরমেশন ব্যুরো’র অতিরিক্ত মহা নির্দেশক কৃপাশংকর যাদব এবং উত্তরপূর্বের অতিরিক্ত মহা নির্দেশক জেন নামচুও| অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার প্রেস ইনফরমেশন ব্যুরো’র প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন| তাছাড়া, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের আট রাজ্যের কার্যালয়ের প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নিয়েছেন|

তথ্য-সম্প্রচার মন্ত্রকের উত্তর-পূর্ব আঞ্চলিক সম্মেলনের দ্বিতীয় দিনে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের (সিবিসি) ক্ষেত্রীয় ইউনিটগুলোর মাধ্যমে সরকারী প্রকল্প এবং কর্মসূচীর প্রচার কার্যসূচীগুলো  তুলে ধরা হয়।


সমাবেশে ভাষণ দিতে গিয়ে মন্ত্রকের উত্তর-পূর্বাঞ্চলের মহানির্দেশক কে সতীশ নাম্বুদিরিপাদ বলেন, সিবিসি-র উত্তর-পূর্ব সম্মেলনের লক্ষ্য হল,  পারষ্পরিক ভাবধারার বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা বিভিন্ন আঞ্চলিক  ইউনিটগুলিতে  প্রচার ও জ্ঞাপন কর্মসূচির সুষ্ঠ পরিচালনা নিশ্চিত করবে। উত্তর-পূর্বাঞ্চলে কর্মরত কেন্দ্রীয় যোগাযোগ ব্যুরোর ক্ষেত্র ইউনিটগুলির সমস্যা ও উদ্যোগগুলি তিনি পর্যালোচনা করেন। তিনি আরও বলেন, যে উত্তর-পূর্বাঞ্চল সম্পর্কিত বিষয়গুলি অবশ্যই জাতীয় ক্ষেত্রে  তুলে ধরতে হবে।


সম্মেলনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে কর্মরত  আধিকারিকদের নেতৃত্বে  সরকারের কর্মকান্ড নিয়ে জন সচেতনতা প্রচার কর্মসূচীর উপর  গুরুত্ব দিয়ে  আলোচনা করা হয়।   সম্মেলনের  দ্বিতীয় দিনে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের আধিকারিকরা তাঁদের নিজ নিজ জোনে প্রচার করার সময় যে সমস্ত সমস্যার সম্মুখীন হন তা তারা তুলে ধরেন।


প্রেস ইনফরমেশন ব্যুরোর নয়াদিল্লি কার্যালয়ের অতিরিক্ত মহানির্দেশক কৃপা শঙ্কর যাদব এবং উত্তর-পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক জেন নামচুও সম্মেলনে তাদের মতামত ব্যক্ত করেন।