করিমগঞ্জ (অসম), ১১ জুলাই (হি.স.) : করিমগঞ্জ জেলার পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে পুলিশ একদিনে মোট প্রায় ৩৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে মোট তিনজনকে। গতকাল বিকাল প্রায় চারটা নাগাদ বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গা এলাকায় তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছিল। এর সঙ্গে গ্রেফতার করা হয় একজনকে। এদিনই রাতে রাতাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেটের সঙ্গে দুই মাদক পাচারকারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক-বিরোধী দুটি অভিযানের নেতৃত্ব দিয়েছেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস।
আজ বৃহস্পতিবার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রাতাবাড়ি থানা এলাকায় এএস ২৩ জেড ৬১৪৫ নম্বরের একটি জ্বালানি তেল পরিবাহী ট্যাংকারের গতিরোধ করে তাতে তালাশি চালানো হয়। তালাশিতে ট্যাংকারের ভিতর থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন তাঁরা।
তিনি জানান, ইয়াবা পরিবাহী ট্যাংকারটি মিজোরামের চাম্পাই থেকে রাতাবাড়ি এলাকার মধ্য দিয়ে যাচ্ছিল৷ মাদক ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা যথাক্রমে নজমুল হুসেন এবং মুতলিব আলি। দুজনেই করিমগঞ্জ জেলার পাথরকান্দি এলাকার বাসিন্দা। বর্তমানে দুজনকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, জানান এসপি দাস।
পুলিশ সুপার পার্থপ্রতিম দাস আরও জানান, এর আগে অন্য এক গোপন সূত্রের ভিত্তিতে গতকাল (বুধবার) বিকাল প্রায় চারটা নাগাদ বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গার মালুয়া এলাকায় পিআইসিপি-র অধীন জালালপুরে ৩৭ নম্বর জাতীয় সড়কে শেঠি মিলের কাছে অভিযান চালিয়েছিলেন তাঁরা। অভিযানে ২,০০০টি ট্যাবলেট ভরতি চারটি প্যাকেট থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এসপি দাস জানান, বদরপুরে পরিচালিত অভিযানে স্থানীয় সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট এবং স্বনামধন্য স্বতন্ত্র সাক্ষীদের উপস্থিতিতে ইয়াবা ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া গতরাতে রাতাবাড়িতে পরিচালিত অভিযানেও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষী রেখে ভিডিও করে ৩০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করেছেন তাঁরা। দুটি অভিযান নির্ধারিত পদ্ধতি অনুযায়ী মোবাইল ফোন এবং ই-সাক্ষ্য অ্যাপের মাধ্যমে ভিডিওগ্রাফি করা হয়েছে, জানান পুলিশ সুপার পার্থসারথি দাস।