বারুইপুর, ১১ জুলাই (হি.স.): গৃহবধূকে খুন করে বাড়িতে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার শঙ্করপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজগরায়। বুধবার রাতেই দেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক, তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
বহড়ু এলাকার বাসিন্দা রুকসানা বিবির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় সাহিলের। এরপর রুকসানার অন্যত্র বিয়ে ঠিক হয়। তারপরেই রুকসানা বাড়ি থেকে পালিয়ে যায়। বিয়ে হয় সাহিলের সঙ্গে, রুকসানা গর্ভবতী ছিল বলেও দাবি করা হচ্ছে। বুধবার রুকসানাকে খুন করে তার শ্বশুরবাড়ির লোকজন। এরপর বুধবার রাতেই দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মামলা রুজু করে এই ঘটনার তদন্তে নেমেছে।