ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় পেয়েছে ঐকতান যুব সংস্থা। পক্ষান্তরে বলা যায় জম্পুইজলার বিজয় রথ থামালো ঐকতান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন লিগ ফুটবলের এ গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় ঐকতান যুব সংস্থা ৩-২ গোলের ব্যবধানে জম্পুইজলা প্লে সেন্টারকে পরাজিত করেছে। দু দলের পক্ষেই ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কেননা এর আগে কোন খেলায় দু’দলের কেউ পরাজয়ের সম্মুখীন হয়নি। গ্রুপ থেকে মুল পর্বে খেলার জন্য দু-দল প্রায় নিশ্চিত হলেও আজকের ম্যাচে জয়, ঐকতান কে আরও একধাপ এগিয়ে দিয়েছে। উল্লেখ্য, মাঝে একটি ম্যাচে জম্পুজলা জয়ী হলেও টেকনিক্যাল কারণে তাদের এই জয় বাতিল করতে হয়েছে। শুধু তাই নয় প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করে, পয়েন্ট প্রদান করে গোলও কাটা হয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল তিনটার খেলায় বিজয়ী ঐকতান যুব সংস্থার পক্ষে প্রয়াণ দত্ত, রাকেশ জমাতিয়া ও সুভাষ জমাতিয়া প্রত্যেকে একটি করে গোল করে। এদিকে জম্পুইজলা প্লে সেন্টারের জিমেইন জমাতিয়া ও সুখ দয়াল জমাতিয়াও একটি করে গোল করতে সক্ষম হয়। এদিকে, খেলায় অসদাচরণের জন্য রেফারি দু দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, অরিন্দম মজুমদার, অভিজিৎ দাস ও সুকান্ত দত্ত।