পাটনা, ১১ জুলাই (হি. স.): নিটকাণ্ডে তোলপাড় গোটা দেশ। এবার এই ঘটনায় বিরাট সাফল্য পেল সিবিআই। নিট পেপার ফাঁস মামলায় বিহার থেকে রাকেশ রঞ্জন ওরফে রকিকে গ্রেফতার করল সিবিআই।
সিবিআই সূত্রে খবর, রাকেশের কাছ থেকে বেশ কিছু নথি এবং বৈদ্যুতিন গ্যাজেট উদ্ধার হয়েছে। তাঁকে ১০ দিনের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ৫ মে নিটের পরীক্ষা হয়। তার পরই অভিযোগ ওঠে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। যা ঘিরে শোরগোল পড়ে যায় গোটা দেশে। এর আগে এই ঘটনায় দেশের বেশ কয়েকটি রাজ্য থেকে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট থেকে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তদের।