BRAKING NEWS

ন্যূনতম গোলে কদমতলীকে হারিয়ে জয়ে ফিরলো উমাকান্ত কোচিং সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গোল একটি, কার্ড পাঁচটি। খেলায় ফুটবলাররা অসদাচরণে মত্ত হলে এমনিতেই রেফারিকে বিব্রত হতে হয় ম্যাচটাকে সুন্দরভাবে শেষ করতে গিয়ে। বুধবার, বেলা একটায় স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সি- ডিভিশন লিগ ফুটবলের বি গ্রুপের খেলায় কদমতলী যুব সংস্থা বনাম উমাকান্ত কোচিং সেন্টারের ম্যাচ ছিল। এতে উমাকান্ত কোচিং সেন্টার ন্যূনতম গোলের ব্যবধানে ফের জয়ী হয়েছে। পক্ষকাল আগে উমাকান্ত কোচিং সেন্টার তিন-দুই গোলের ব্যবধানে আমরা ক-জনাকে পরাজিত করেছিল। মাঝে পরপর দুটি ম্যাচ পরাজয়ের পর উমাকান্ত কোচিং সেন্টার আজ, বুধবার কদমতলী প্লে সেন্টারের বিরুদ্ধে এক গোলে জয়ী হয়েছে। এই জয়ের সুবাদে ঝুলিতে ৩ পয়েন্ট যোগ হলেও কার্যত মূল পর্বে খেলা অধরাই থেকে যাচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই এর মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র তে শেষ হলে, দ্বিতীয়ার্ধেও চলে জবরদস্ত লড়াই। অবশেষে খেলার ৭৫ মিনিটের মাথায় জেরি ডার্লং-এর গোলে উমাকান্ত কোচিং সেন্টার এক-শূন্যতে লিড নেয়। পরবর্তী সময়ে দু দলের কেউ আর গোলের সন্ধান দিতে পারিনি বলে জেরির গোলটিই জয়সূচক গোলের স্বীকৃতি পায়। উমাকান্ত কোচিং সেন্টারের ছেলেরা ৩ পয়েন্ট অর্জন করে ঘরে ফিরে। এদিকে, খেলার দুই অর্ধে যথেষ্ট অসদাচরণের দায়ে রেফারি দু’দলের পাঁচজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। মূলতঃ রাফ-এন্ড-টাফ ম্যাচে দু-দলের কেউ যেন নিজেদের খেলায় দর্শকদের মন জয় করতে পারেননি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, খোকন সাহা, অরিন্দম মজুমদার ও  পল্লব চক্রবর্তী। দিনের খেলা: বেলা একটায় ইকফাই ফুটবল ক্লাব বনাম স্বামী বিবেকানন্দ ক্লাব। বেলা তিনটায় ঐকতান যুব সংস্থা বনাম জম্পুইজলা প্লে সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *