নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১০ জুলাই:
বুধবার প্রদেশ তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ঊনকোটি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা এক ঘটিকায় কৈলাসহরে ঐশ্বর্য লজে গৌরনগর আর ডি ব্লক ও চন্ডিপুর আর ডি ব্লকের তৃনমূল কংগ্রেসের নেতৃস্থানীয়দের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। প্রদেশ যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি শান্তনু শাহ।
বৈঠকে উল্লেখ যোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক বিদুৎ বিকাশ সিনহা,। প্রদেশ যুব তৃনমূল কংগ্রেসের সম্পাদক জাকির হোসেন সেলিম,জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি দিলওয়ার হোসেন খান জাকির।
রাজ্য তৃনমূল ছাত্র পরিষদের সম্পাদক এহিয়া খান,সহ উওর ত্রিপুরা জেলার যুব সভাপতি, ঊনকোটি জেলা কমিটির সম্পাদক জাহাঙ্গীর মিয়া সহ অনেকেই। বৈঠকে আগামী নির্বাচনে সর্বশক্তি দিয়ে তৃনমূল কংগ্রেস লড়াই অবতীর্ন হচ্ছে। বলে জানান যুব সভাপতি শান্তনু শাহ। প্রত্যেক বক্তারাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেদিক নিয়ে দির্ঘ আলোচনা করা হয়। এদিনের বৈঠকে প্রচুর সংখ্যক নেতৃত্ব উপস্থিত ছিলেন। শান্তনু শাহ বলেন যে কোন পরিস্থিতে দল তৃনমূল কংগ্রেসের প্রত্যেকটি প্রার্থীর পাশে থেকে সহযোগিতা করবে এবং নিরাপত্তা দিতে চেষ্টা করবে। কিছুদিনের ভিতরে রাজ্যে কেন্দ্রীয় নেতৃত্বরা আসবেন বলেও সবুজ সংকেত দেন শান্তনু শাহ।