কোচবিহার, ১০ জুলাই (হি.স.) : ঘোকসাডাঙ্গা বাস ডাকাতির ঘটনায় আরও তিনজনকে আটক করেছে পুলিশ। এরা সবাই পুন্ডিবাড়ি থানা এলাকার বাসিন্দা। টাকাগাছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।দ্যুতিমান ভট্টাচার্য জানান, ধৃতদের নাম আজিনুর ইসলাম, মজিদুল হক ও সিরাজুল মিয়া।এর আগে কড়িশাল এলাকার শুকদেব রায় নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ১ জুলাই ঘোকসাডাঙ্গা এলাকায় দূরপাল্লার একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির পর ছোট গাড়িতে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার দিন গভীর রাতে গাড়িটি উদ্ধার করা হয়। এদিকে গাড়ির চালক শুকদেবকে আটক করা হয়েছে।এ ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে।
2024-07-10