নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই:
শুরু হতে যাচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খারচি পূজা। ইতিমধ্যেই সাত দিনব্যাপী এই বিশেষ পূজা ও মেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার সম্পূর্ণ প্রস্তুতি খতিয়ে দেখেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। এদিন মেলা প্রাঙ্গন এবং মন্দিরে খারচিপূজাকে কেন্দ্র করে সমস্ত ধরনের প্রস্তুতির যাবতীয় খোঁজখবর নেন তিনি।
বিধায়ক জানান, ইতিমধ্যেই অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে প্রস্তুতি। মন্দিরের রং করা থেকে শুরু করে মেলা পরিচালন কমিটি মেলা সম্পর্কিত যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করছে। এবছর খারচি উৎসবে বিশেষ বার্তা হল “গাছ লাগাও প্রাণ বাঁচাও”। রাজ্যবাসীকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে মেলা কমিটি ১৫০০০ চারা গাছ দর্শনার্থীদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পৃথিবীকে বাঁচিয়ে রাখতে এবং গাছ লাগানোর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও সাত দিনব্যাপী এই পূজা এবং মেলাতে আগত দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীদের জন্য খাবার এবং তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও থাকবে ফুড সেফটি ভ্যান। মেলাতে কেউ যেন বাসি এবং পচা খাবার বিক্রি করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখা হবে। সব মিলিয়ে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজার যাবতীয় প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী।