ক্রীড়া প্রতিনিধি, আগরতলা। ঊনকোটি কোচিং সেন্টারের জয়জয়কার। চারদলীয় লীগে পরপর দুটি ম্যাচে জয়। সাফল্যের লক্ষ্যে অনেকটা এগিয়ে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল আয়োজিত আন্তঃ প্লে সেন্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে। খেলা হচ্ছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আজ উদ্বোধনী ম্যাচ সকাল সাড়ে ৯ টায় বিলোনিয়া কোচিং সেন্টার দুই-শূন্য গোলের ব্যবধানে পশ্চিম জেলা কোচিং সেন্টার কে পরাজিত করেছে। দ্বিতীয় খেলায় ঊনকোটি দু-এক গোলের ব্যবধানে সিপাহীজলাকে পরাজিত করেছে। পরবর্তী ম্যাচে সিপাহীজলা ১-০ গোলে বিলোনিয়াকে পরাজিত করেছে। দিনের চতুর্থ ম্যাচে ঊনকোটি এক-শূন্য গোলের ব্যবধানে বিলোনিয়াকে পরাজিত করেছে। উল্লেখ্য, চারটি কোচিং সেন্টার এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজ সকাল-বিকাল মিলিয়ে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকাল সাতটায় প্রথম ম্যাচ পশ্চিম জেলা কোচিং সেন্টার বনাম সিপাহী জলা কোচিং সেন্টারের মধ্যে। লীগের অন্তিম ম্যাচ পশ্চিম জেলা কোচিং সেন্টার বনাম ঊনকোটি কোচিং সেন্টারের মধ্যে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।