কলকাতা, ৯ জুলাই (হি.স.): দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশের জেরে উধাও দাবদাহ পরিস্থিতি। কমেছে তাপমাত্রা, তবে ভারী বৃষ্টিপাতের দেখা নেই। বৃষ্টিতে ভেজার জন্য হাপিত্যেশ করছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ১২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে। মঙ্গলবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে আগামী ১২ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ জুলাই আলিপুরদুয়ার জেলায় অতি ভারীর সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ১১ ও ১২ তারিখও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2024-07-09