“বিরাট হতাশা”, পুতিনকে মোদীর আলিঙ্গনের প্রেক্ষিতে প্রতিক্রিয়া ইউক্রেনের জেলেনস্কির

কিভ, ৯ জুলাই (হি.স.): রুশ সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনকে নিজের বন্ধুও আখ্যা দিয়েছেন মোদী। আর তাতেই হতাশা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। মঙ্গলবার জেলেনস্কি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, পুতিনকে মোদীর আলিঙ্গন সত্যিই বিরাট হতাশার।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইট করেছেন, “আজ ইউক্রেনে, রাশিয়ার নৃশংস ক্ষেপণাস্ত্র হামলার ফলে ৩৭ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছেন। এমনই একটি দিনে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একজন নেতাকে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করা সত্যি হতাশার এবং শান্তি প্রচেষ্টার ক্ষেত্রে ধ্বংসাত্মক আঘাত।”