নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনের অন্তর্বর্তী জামিন আর্জি খারিজ করল দিল্লির রাউস এভিনিউ আদালত। মঙ্গলবার সত্যেন্দ্র জৈনকে অন্তর্বর্তী জামিন দিল না আদালত। স্ত্রীর অসুস্থতার কারণে ৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন সত্যেন্দ্র জৈন। কিন্তু, মঙ্গলবার সত্যেন্দ্র জৈনকে অন্তর্বর্তী জামিন দিল না দিল্লির আদালত।
2024-07-09