পাউরিতে ছাত্রীদের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রী ধামির, খুদেকে দিলেন অটোগ্রাফ

দেহরাদূন, ৯ জুলাই (হি.স.): প্রাতঃভ্রমণে বেরিয়ে স্কুল ছাত্রীদের সঙ্গে কথা বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এক খুদেকে দিলেন অটোগ্রাফ, কথাও বললেন সাধারণ মানুষের সঙ্গে। প্রায়ই নানা ধরনের জনসংযোগ করতে দেখা যায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে। অন্যথা হল না মঙ্গলবারও।  মঙ্গলবার সকালে পাউরি সার্কিট হাউস ক্যাম্পাসে চারাগাছ রোপণ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পরে পাউরি গাড়ওয়ালে প্রাতঃভ্রমণের সময় স্কুলমুখী ছাত্রীদের সঙ্গে কথোপকথন করতে দেখা যায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। মন দিয়ে শোনেন তাঁদের কথা। উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। এদিন সকালে শিবম নামে এক খুদেকে নিজের অটোগ্রাফ দিয়েছেন মুখ্যমন্ত্রী ধামি।