কুরুক্ষেত্র, ৯ জুলাই (হি.স.): হরিয়ানার কুরুক্ষেত্র জেলায় জাতীয় সড়কের ওপর ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ। আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল গাড়ি। ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে গাড়িতে থাকা তিন যুবকের। এক যুবতী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুরুক্ষেত্র জেলার পেহোয়ায়। জানা গিয়েছে, গাড়ি করে চারজন ঝাজ্জর থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় কুরুক্ষেত্রের পেহোয়ায় জাতীয় সড়ক ১৫২ডি-তে একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এর ফলে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা চার জনের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিস গাড়ি থেকে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
2024-07-09