নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৯ জুলাই: বক্সনগর বিদ্যুৎ অফিস অনন্তহীন সমস্যায় জর্জরিত হয়ে আছে। ফলে সঠিক বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন আমজনতা, বাড়ছে ক্ষোভ। বর্তমান সমাজ ব্যবস্থায়, আধুনিকতার ছোঁয়া, ও নান্দনিকতার ছোঁয়ায় ডিজিটাল যুগে মানুষের চলার পথে প্রত্যহ জীবনে বিদ্যুৎ বিহীন জীবন যেন অন্ধকারময়।
এক কথায় জল যেমন মানুষের জীবন, তেমনি বাস্তব এবং প্রত্যহ জীবনে বিদ্যুৎ ছাড়া জীবন যেন এক মুহূর্ত চলে না তাই বর্তমানে বিদ্যুত খুবই গুরুত্বপূর্ণ বস্তু হয়ে দাঁড়িয়েছে। মানব সংসার জীবনের অঙ্গ হচ্ছে বিদ্যুৎ।
২৪ ঘন্টা বিদ্যুতের প্রয়োজন রয়েছে মানুষের। কিন্তু পরিষেবা দিতে রয়েছে বিদ্যুৎ অফিস। তেমনি বক্সনগর সাব ডিভিশন বিদ্যুৎ কর্পোরেশন অফিসের বিভিন্ন সমস্যার জর্জরিত, ফলে সাধারণ মানুষ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, সমস্যা থাকবে,সমাধানের রাস্তাও থাকবে,কিন্তু বক্সনগর এর বিদ্যুৎ অফিসের সমস্যায় শুধু সমস্যা,। বক্সনগর বিদ্যুৎ অফিসের দুই শিফটের কর্মী রয়েছে, দুই শিফটের কর্মীর থাকার ফলে ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বক্সনগর এলাকার সাধারণ মানুষ লোডশেডি এর যন্ত্রণা।
সোনামুড়া ও কাঠালিয়া মেলাঘর বিদ্যুৎ অফিসে ৩ শিফটে ডিউটি করছে। বক্সনগর অফিসে দুই শিফট ডিউটিতে রয়েছে। বক্সনগর বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজার এবং অন্যান্য স্টাফ বারবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ৩ শিফট করার জন্য লিখিতভাবে আবেদন করেন, বারবার জানানোর পরও নেই কোন হেলদোল।
সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে একটা হচ্ছে বক্সনগর অফিসে নাইট শিফট নেই। যার কারণে রাত্র আটটার পর বিদ্যুৎ চলে গেলে বা কোন কিছু সমস্যা হলে সেই বিদ্যুৎ সমস্যা নিরসনে পরদিন সকাল দশটার পর, ছাড়া কর্তৃপক্ষ কোন কাজই করতে পারে না কর্মী সংকুলতার কারণে।
তাছাড়া রয়েছে গাড়ির সমস্যা, একটা গাড়ি পুরো বক্সনগর এলাকা, পুটিয়া, কামথানা থেকে সোনামুড়া ময়নামা এলাকায়, এমনকি বর্ডার রোড পর্যন্ত কাভারেজ করতে হচ্ছে। বক্সনগর ডিভিশনের দুটো কল অফিস রয়েছে। একটি হলো মতিনগর, অপরটি হল কলুবাড়ি, মাত্র দুজন করে স্টাফ দিয়ে চলছে কোন রকমে অফিস, নেই তাদের গাড়ির ব্যবস্থা,পায়ে হেঁটে অথবা বাইসাইকেল দিয়ে সার্ভিসিং দিতে হচ্ছে সাধারণ জনগণকে।
বক্সনগর বিদ্যুৎ অফিসে ৭.৫ এম বি এ ট্রান্সফর্মার, দুমাস ধরে খারাপ, পুরানো ট্রান্সফর্মার মেশিন দিয়েই কোন রকমে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে বক্সনগর বিদ্যুৎ কর্তৃপক্ষ, কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ এমবিএ জাগায় ফাইভ এমবিএ দিয়ে চলছে বিদ্যুৎ পরিষেবা। ফলে প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে টাচ মিটারের উপর।
এছাড়াও বিভিন্ন সমস্যায় জর্জরিত বক্সনগর বিদ্যুৎ অফিস। সমস্যাগুলি সমাধানের জন্য বক্সনগর এলাকা বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ। এখন দেখার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কি পদক্ষেপ গ্রহন করে।