আগরতলা, ৯ জুলাই: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আট লক্ষাধিক টাকার বারমিজ সিগারেট উদ্ধার করে পুলিশ। সাথে দুই যুবককে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে নরেন্দ্র নগর এলাকায় গাড়ি করে নেশা সামগ্রী পাচার করবে। ওই খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পানিসাগর থানার পুলিশ এস ০১ বি ১৫৪৭ নাম্বারের গাড়ি থেকে ২০ কার্টুন বারমিজ সিগারেট উদ্ধার করে। প্রতিটি কার্টুনে দশ হাজার করে সিগারেটের প্যাকেট রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।
সাথে পুলিশ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃতদের মধ্যে একজন রাহুল নন্দী(২২) এবং রবীন্দ্র সরকার(৩০)।পানিসাগর থানার পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

