কমরেড কানু দে ৩৪ তম শহীদান দিবস পালিত

আগরতলা, ৯ জুলাই: আজ মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে কমরেড কানু দে ৩৪ তম শহীদান দিবস পালিত হয়েছে।

ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ১৯৯১ সালের আজকের দিনে উদয়পুর ত্রিপুরাসুন্দরী স্কুলের ছাত্র কানু দে পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। মূলত তিনি বিদ্যালয়ের মাধ্যমে পাঠ্যবই ছাত্র ছাত্রীদের মধ্যে দেওয়া দাবি জানিয়েছিলেন।

এদিন তিনি আরও বলেন, ১৯৯১ সালের ৮ জুলাই উদয়পুরের জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করার জন্য মিছিল সংগঠিত করেছিল। তখন পুলিশ ওই মিছিলে গুলি চালিয়েছিল। ওই মিছিলে কানু দে-র গায়ে গুলি লাগে। সে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৯ জুলাই সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর অভিযোগ, আজ রাজ্যে শিক্ষার বেহাল দশা। ছাত্র ছাত্রীদের জীবন অন্ধকারের দিকে ঢেলে দিয়েছে সরকার।