সবং, ৯ জুলাই (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের দুবরাজপুর মিঠাপুকুর এলাকায় সোমবার রাতে এক সিভিক ভলান্টিয়ারের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ওই সিভিক ভলান্টিয়ারের নাম বিশ্বজিৎ জানা। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত ওই যুবক বলেন, আমরা পাঁচজন পূর্ব মেদিনীপুরের সীমানায় ডিউটি করছিলাম। হঠাৎ কয়েকজন সশস্ত্র অবস্থায় হামলা চালায়। ঘটনার তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। কেন এই হামলা, তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।
2024-07-09

