ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল আয়োজিত আন্তঃ প্লে সেন্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আগামীকাল থেকে শুরু হচ্ছে। খেলা হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আগামীকাল উদ্বোধনী ম্যাচ সকাল সাড়ে ৯ টায় পশ্চিম জেলা কোচিং সেন্টার ও বিলোনিয়া কোচিং সেন্টারের মধ্যে। উল্লেখ্য, চারটি কোচিং সেন্টার এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। অপর দুটি কোচিং সেন্টার হলো সিপাহীজলা কোচিং সেন্টার ও ঊনকোটি ডিস্ট্রিক্ট কোচিং সেন্টার। চারদলীয় লীগ ভিত্তিক টুর্নামেন্টে ম্যাচ হবে ছয়টি। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ, সোমবার। তবে খেলা শুরু হবে আগামীকাল থেকে। আগামীকাল সকাল বিকাল মিলিয়ে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচের পর সিপাহীজলা কোচিং সেন্টার খেলবে ঊনকোটি কোচিং সেন্টারের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ বিলোনিয়া কোচিং সেন্টার বনাম সিপাহীজলা কোচিং সেন্টার এর মধ্যে। দিনের চতুর্থ তথা অন্তিম ম্যাচ ঊনকোটি কোচিং সেন্টার বনাম বিলোনিয়া কোচিং সেন্টারের মধ্যে। ১০ জুলাই সকাল সাতটায় প্রথম ম্যাচ পশ্চিম জেলা কোচিং সেন্টার বনাম সিপাহী জলা কোচিং সেন্টারের মধ্যে। লীগের অন্তিম ম্যাচ পশ্চিম জেলা কোচিং সেন্টার বনাম ঊনকোটি কোচিং সেন্টারের মধ্যে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের টুর্নামেন্ট কমিটির কনভেনার ফুটবল টুর্নামেন্টের লিগ সূচি ঘোষণা করেছেন।
2024-07-08