বালুরঘাট, ৮ জুলাই (হি. স.) : পাচারের আগে উদ্ধার হলো ৫টি বিরল প্রজাতির কচ্ছপ। সোমবার দুপুরে ফারাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার হয় কচ্ছপগুলি। কচ্ছপগুলির ওজন প্রায় ৩৩ কেজি। এদিন বিকেলে বালুরঘাট বন দফতরের হাতে কচ্ছপগুলি তুলে দেওয়া হয়। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে। কচ্ছপগুলি পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।
জানা গিয়েছে, এদিন বালুরঘাটে আসা ফারাক্কা এক্সপ্রেসের স্লিপার কোচ থেকে সকল যাত্রী নেমে গেলেও দুটি ব্যাগ বাথরুমের পাশে পড়ে থাকতে দেখে পুলিশ। তা দেখে পুলিশের সন্দেহ হয়। তা খুলতেই দেখা মেলে কচ্ছপের। পুলিশের প্রাথমিক অনুমান, কচ্ছপগুলি ভিনরাজ্য থেকে নিয়ে আসা। ঘটনার তদন্তে পুলিশ।