BRAKING NEWS

সামসীতে স্কুটার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একজনের

সামসী, ৮ জুলাই (হি.স.) : মালদার সামসী ৩১ নম্বর জাতীয় সড়কের জিয়াগাছি পেট্রোল পাম্পের সামনে স্কুটার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। ঘটনায় দুজন জখম হয়েছেন। সোমবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমন ঘোষ(২০)। বাড়ি মালদার সারদাপল্লিতে। জখম যুবকের নাম সজল(৩০)। তাঁর বাড়িও মালদায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন স্কুটারে করে দুই যুবক চাঁচলের দিক থেকে সামসীর দিকে যাচ্ছিল। অপরদিকে, এক যুবক বাইক নিয়ে সামসীর দিক থেকে চাঁচলের দিকে যাচ্ছিল। স্কুটার ও বাইক দুটি খুব দ্রুতগতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে জিয়াগাছি পেট্রোল পাম্পের সামনে একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক ও স্কুটারে থাকা তিনজনই ছিটকে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। স্কুটিতে থাকা জখম দুই যুবককে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা স্কুটার চালক সুমন ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। অপর স্কুটার আরোহী বিবেকের শারীরিক অবস্থা সংকটজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে, জখম যুবক বাইক চালক সজলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সজলের অবস্থাও আশঙ্কাজনক থাকায় তাঁকে মালদা রেফার করা হয়েছে। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুমড়েমুচড়ে যাওয়া স্কুটার ও বাইকটি উদ্ধার করে থানায় দিয়ে যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার জন্য বেপরোয়া যান চলাচলকেই দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *