নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: বাম সমর্থিত যুব সংগঠন ডিওয়াইএফআই টিওয়াইএফ মোহনপুর বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত করে। মিছিলটি কালীবাজারস্থিত সিপিআইএম অঞ্চল কমিটির কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কালীবাজারে এসে শেষ হয় এবং এক পথসভায় মিলিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার, ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সভাপতি পালাশ ভৌমিক,টি ওয়াই এফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রাক্তন এম ডি সি কুমুদ দেববর্মা,ডি ওয়াই এফ আই মোহনপুর বিভাগীয় কমিটির সভাপতি সুব্রত গোপ,বাম নেতা দিলীপ দাস,স্বপন দেব, সিমনার প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা সহ অন্যান্যরা।
এদিন বামুটিয়া কালীবাজারস্থিত সিপিআইএম অঞ্চল কমিটির কার্যালয়ে প্রয়াত বামনেতা অরুণ দেবের শহীদান দিবস পালন করা হয়।