নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৮ জুলাই: কৃষি জমিতে ট্রাক্টরের কাটায় আটকে গেলো কৃষকের পুরুষাঙ্গ সহ দুটি পা। রক্তাক্ত অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা দেওয়া হয় কৃষক নজরুল ইসলামকে। ঘটনা সোমবার বিকেলে পুটিয়া এলাকায়।
দুর্ঘটনায় এমন অবস্থা হয় যে অ্যাম্বুলেন্সে তোলার মতো পরিস্থিতি নেই অবশেষে বোলোরো ট্রাকে রক্তাক্ত অবস্থায় কৃষক নজরুল ইসলামকে ট্রাক্টরের কাটা সমেত নিয়ে যাওয়া হলো জিবিপি হাসপাতালে। জানাযায় অন্যান্য দিনের মতো নিজের জমিতে ট্রাক্টর নিয়ে কাজ করতে যান কৃষক নজরুল ইসলাম। কৃষিকাজ করা অবস্থায় ট্রাক্টরের কিছুটা যান্ত্রিক গলোযোগ দেখা দেয়। হঠাৎ করে ট্রাক্টারে কাঁটাগুলো কৃষক নজরুল ইসলামের পায়ে আটকে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে কৃষিজমি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে।