ট্রেন থেকে আলাদা হয়ে গেল পঞ্চবতী এক্সপ্রেসের দু”টি বগি, বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি

মুম্বই, ৬ জুলাই (হি.স.): মহারাষ্ট্ৰের কাসারা স্টেশনের কাছে ট্রেন থেকে আলাদা হয়ে গেল পঞ্চবতী এক্সপ্রেসের দু”টি বগি। শনিবার সকাল ৮.৪০ মিনিট নাগাদ কাসারা স্টেশনের কাছে ট্রেন থেকে আলাদা হয়ে গেল পঞ্চবতী এক্সপ্রেসের ৩ ও ৪ নম্বর বগি। ট্রেনটি সেই সময় মুম্বইয়ের দিকে যাচ্ছিল।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯.০২ মিনিট নাগাদ বগি দু”টি পুনরায় ট্রেনের সঙ্গে সংযুক্ত করা হয়। সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। ৯.১৪ মিনিট নাগাদ ট্রেনটি মুম্বইয়ের দিকে রওনা হয়।

সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও বলেছেন, ট্রেনটি প্রায় ৩৫ মিনিট আটকে ছিল। ক্ষয়ক্ষতি অথবা আহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। উল্লেখিত লাইনে স্বাভাবিকভাবেই চলছে ট্রেন পরিষেবা।