বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হল বসত ঘর, কাঠগড়ায় গ্রাম প্রধান এবং উপ প্রধান

আগরতলা, ৫ জুলাই: অমরপুরের ডালাক বাজারের একটি গরীব পরিবারে বসত ঘর গ্রাম প্রধানের নেতৃত্বে বুলডোজারের চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কাজে বাধা দিতে গেলে বাড়ির লোকজনদেরকেও বেধড়ক মারধর করার অভিযোগ তুলেছেন ওই পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ অমরপুর ডালাক বাজার এলাকায় অমানবিক ঘটনা প্রকাশ্যে এসেছে। ওই এলাকায় আবাস যোজনার ঘর পেয়েছিলেন এক গরিব পরিবার। ওই এলাকার গ্রাম প্রধান গোপাল সরকার এবং উপ প্রধান সারথী মন্ডল সহ গ্রাম পঞ্চায়েতের কর্মীরা রাস্তা নিমার্ণ করার হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যরা ঘর বাদ দিয়ে রাস্তা নিমার্ণ করার জন্য তাদের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু তাঁরা বুলডোজার চালিয়ে বসত ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছেন। পরিবারের জনৈল মহিলা বাধা দিতে আসলে তাকে বেধড়ক মারধর করেছে বলে ও অভিযোগ তুলেছেন।