BRAKING NEWS

রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে কৈলাসহরে বামেদের গণঅবস্থান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ জুলাই: রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে কৈলাসহরে বামেদের গণ অবস্থান হয়েছে। বৃহস্পতিবার  সকাল বারোটা থেকে বিকাল তিনটা অব্দি কৈলাসহরের ভগিনী নিবেদিতা উচ্চমাধ্যমিক স্কুল সংলগ্ন যাত্রী বিশ্রামাগারে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সহ রাজ্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে গণ অবস্থানে বসে সি.আই.টি.ইউ কৈলাসহর মহকুমা কমিটি।

গণ অবস্থানে উপস্থিত ছিলেন সি.পি.আই.এম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, সি.আই.টি.ইউ মহকুমা সম্পাদক অঞ্জন রায় সহ আরও অনেকে।

গন অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সি.পি.আই.এম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, রাজ্যে প্রতিনিয়ত অবনতি হচ্ছে আইনের শাসন। গত দুদিন পূর্বে শিক্ষক বদলির প্রতিবাদে উত্তর জেলার আনন্দবাজারে জাতীয় সড়ক অবরোধ করে স্কুল পড়ুয়ারা। সেখানে বিজেপির মন্ডলের এক নেতা ছাত্রীদের ওপর আক্রমণ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজও করে।

যার ফলে বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। এছাড়াও কৈলাসহরে দিনের পর দিন চুরি কান্ড,রাতের অন্ধকারে আবক্ষ মূর্তি ভাঙচুর সহ জগন্নাথপুর চা-বাগানে রাতের অন্ধকারে চা-গাছ উপড়ে ফেলে দিলেও এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করেনি! মন্ডল নেতাদের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে উঠছেন রাজ্যের মানুষ। আরক্ষা প্রশাসন নামে থাকলেও সমস্ত কিছু হচ্ছে মন্ডল নেতাদের ইশারায়।

আর এ নিয়ে কৃষ্ণেন্দু বাবু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, সব কিছু কন্ট্রোল যদি মন্ডলের নেতাদের হাতেই থাকে,তবে থানায় ওসি, এসডিপিও এর কি দরকার। একদিকে যেমন রেগা বন্ধ অন্যদিকে শহরে টুয়েপের কাজ বন্ধ। গরিবের কাছে টাকা নেই তারা দুবেলা দুমুঠো খাবার খেতে পারছেনা। কার কাছে গিয়ে কথা বলবেন মানুষ তা বুঝে উঠতে পারছেন না। জল, বিদ্যুৎ ও রাস্তার দাবিতে প্রতিদিন পথ অবরোধ হচ্ছে। এত কিছু হয়ে গেলেও রাজ্যের সরকার দলীয় প্রচারেই ব্যস্ত। অবিলম্বে এধরনের ঘটনায় দোষীদের আইনের আওতায় না আনলে গণ আন্দোলন গড়ে তোলা হবে রাজ্যব্যাপী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *