নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ জুলাই: অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে ভেঙেছে ঘর। স্ত্রী সন্তান নিয়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন দিনমজুর সাহেল মিয়া। ঘটনা ইছবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখিরবাদা ছয় নম্বর ওয়ার্ডে।
দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে চারজনের সংসার। কিছুদিন পূর্বে অতিরিক্ত শিলাবৃষ্টির ফলে সাহেল মিয়ার ঘরের টিনের চাল ঝাঝরা হয়ে যায়। দুই কন্যা সন্তান নিয়ে সাহেল মিয়া ও তার স্ত্রী অতি কষ্টে সেই ঘরেই বসবাস করছিলেন। সম্প্রতি অতি ভারী বৃষ্টিপাতের ফলে সাহেল মিয়ার মাটির দেওয়ালের ঘর ভেঙ্গে পড়ে যায়। বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করতে বাধ্য হচ্ছেন। তাই বাধ্য হয়ে স্ত্রী সন্তান নিয়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন সাহেল।
বিষয়টি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েছেন। মহকুমা শাসকের নজরে নেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনও সাহায্য পাননি। এই অতিরিক্ত বৃষ্টিতে নিজের বাড়ি ঘর না থাকায় এক প্রকার সহায় সম্বলহীন হয়ে পড়েছেন দিনমজুর ওই ব্যক্তি। কিভাবে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। সরকার যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন তার করুন আর্জি জানিয়েছেন ওই ব্যক্তি।