মুম্বই, ৪ জুলাই (হি. স.) : বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দল মুম্বইতে পৌঁছতেই তাঁদের সম্মান জানানো হলো জলকামান দিয়ে। ভারতীয় দলের বিমান মুম্বইতে অবতরণ করতেই জলকামান দিয়ে সম্মান জানানো হয় রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের।
জানা গেছে, দিল্লি থেকে বিমানে ভারতীয় দল মুম্বই পৌঁছতেই বিমানবন্দরে তাঁদের জলকামান দিয়ে সম্মান জানানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। উল্লেখ্য, বৃহস্পতিবার দেশে ফিরেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করে ভারতীয় ক্রিকেট দল।