হাফলং (অসম) ৪ জুলাই (হি. স.) : বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির জন্য শিলচর থেকে বেশ কিছু যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল করে দেয় উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। শিলচর রেল স্টেশনের পিট লাইনে জল প্রবেশ করায় আগামী ৫ ও ৬ জুন শিলচর থেকে বেশ কয়টি যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল করা হয়। ০৫৬৯৪ বদরপুর দূল্লভছড়া ০৫৬৯৩ দুল্লভছড়া বদরপুর প্যাসেঞ্জার ০৫৬৮২ শিলচর মহিশাষন প্যাসেঞ্জার ০৫৬৮৩ মহিশাসন শিলচর প্যাসেঞ্জার ০৫৬৭৭ শিলচর ধর্মনগর প্যাসেঞ্জার ০৫৬৭৮ ধর্মনগর শিলচর প্যাসেঞ্জার ১৫৬১৬ শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ১৫৬১৫ গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ট্রেন আগামী ৫ ও ৬ জুন বাতিল করা হয়। তাছাড়া বৃহষ্পতিবার রাতের ১২৫০৮ শিলচর টিভিসি এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটের পরিবর্তে শুক্রবার ৫ জুন সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে শিলচর থেকে ছাড়বে। উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এখবর জানিয়েছে।
2024-07-04