BRAKING NEWS

ত্রিপুরায় অনুপ্রবেশ : সীমান্তে নিরাপত্তায় রক্ষীর ঘাটতি রয়েছে, জানাল বিএসএফ, অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ জুলাই : লোকসভা নির্বাচন এবং মণিপুরে শান্তি প্রতিষ্ঠায় বিএসএফ মোতায়েনে ত্রিপুরায় সীমান্ত নিরাপত্তায় রক্ষীর ঘাটতি দেখা দিয়েছে। তবে, সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা আগামীদিনে অবশ্যই ফলপ্রসূ হবে বলে বিএসএফ দাবি করেছে। সীমান্তে অবৈধ কর্মকান্ডের বৃদ্ধিতে উদ্বিগ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জরুরী তলবে বৈঠক শেষে এক প্রেস বার্তায় বিএসএফ এ-বিষয়ে তথ্য তুলে ধরেছে। এদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তে যাবতীয় অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন ভারত-বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিককালে অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধির বিষয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহার কার্যালয়ে সন্ধ্যায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়।  উপস্থিত ছিলেন মুখ্য সচিব  জেকে সিনহা, এডিজি আইন শৃঙ্খলা  অনুরাগ, বিএসএফের ডিআইজি পিএসও  এসকে সিনহা সহ অন্যান্য আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আশ্রয় প্রদান ও অবৈধ সীমান্ত পারাপারে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।  

বিএসএফ-র ডিআইজি এসকে সিনহা জানিয়েছেন, সাধারণ সংসদ নির্বাচন এবং মণিপুরে বিএসএফ মোতায়েনের কারণে সীমান্তে নিরাপত্তায় রক্ষীর ঘাটতি দেখা দিয়েছে। তবে, সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা আগামীদিনে অবশ্যই ফলপ্রসূ হবে বলে বিএসএফ দাবি করেছেন। তাঁর মতে, টাউটদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অনুপ্রবেশের ঘটনা কমবে। শ্রী সিনহা নিশ্চিত করেছেন, বিএসএফ দুর্বল সীমান্ত এলাকাগুলিতে  নজরদারির জন্য ইলেকট্রনিক গ্যাজেট স্থাপনের  প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এদিকে, ওই বৈঠক শেষে সামাজিক মাধ্যমে বার্তায় মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা লিখেছেন, মানব পাচার, চোরাচালান এবং সীমান্ত সংক্রান্ত অন্যান্য অপরাধিক বিষয়গুলি পর্যালোচনায় বিএসএফ-র সাথে বৈঠক করেছেন। ভারত-বাংলাদেশ সীমান্তে যাবতীয় অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ-ক্ষেত্রে রাজ্য সরকার সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *