আগরতলা, ৪ জুলাই: আজ তিপরা মথার মাইনোরেটি সেলের আত্মপ্রকাশ হয়েছে। তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের ৪৭তম জন্মদিনের উপলক্ষ্যে আজ ওই সেলের আত্মপ্রকাশ হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মথার সভাপতি বিজয় কুমার রাঙ্খল।
এদিন তিনি বলেন, আজ একক মতে এবং একক সহযোগীতায় মাইনোরেটি সেলের চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। ওই সেলের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ম: সাহ আলম মিয়া। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে প্রদ্যোত কিশোর দেববর্মণ।তিনি আরও বলেন, নিষ্ঠার মাধ্যমে জনগণের স্বার্থে একক সহযোগীতায় কাজ করা হবে। বাধা বিপত্তি আসবেই কিন্তু ভালবাসার মধ্য দিয়ে কাজ করতে হবে।
তিপরা মথার নেতা মেবার কুমার জমাতিয়া বলেন, আজ তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের ৪৭তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। আজ দলের কর্মীদের কাছে একটি বিশেষ দিন। মহারাজার জন্মদিন উপলক্ষ্যে তিপরা মথার মাইনোরেটি সেলের আত্মপ্রকাশ হয়েছে। পাশাপাশি ওই সেলের চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে।

