ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গত বছরের ঘটনা। ২০২৩ সালে এই দিনেই (৩রা জুলাই) ইহলোক ত্যাগ করে পরলোক গমন করলেন শৈল দাস। শৈল দাস হলেন অমিয় কুমার দাসের বোন। অমিয় কুমার দাস হলেন রাজ্যের একজন অন্যতম প্রাক্তন এথলেট। যাকে এক ডাকে সবাই চেনেন গোটা রাজ্যে। এই সেই অমিয় কুমার দাস, যিনি তার গুরুদেবের জন্য নিজের একটি কিডনি দিয়েছেন,যাতে গুরুদেব সুস্থ থাকেন। অমিয় কুমার দাসের এই মহৎ কাজের কোনো বিকল্পই হয়না। বোন শৈল দাসের আশীর্বাদের কারনেই এতবড় মহৎ কাজ করতে পেরেছেন হয়তো অমিয় বাবু। ২০২৪ সাল। ফের ৩ জুলাই ফিরে এলো। এদিন শৈল দাসের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হলো। এই দিনটিতে তাঁর পরিবারের সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কুর্নিশ জানালেন শৈল দাসকে। সমাজ সেবা কিভাবে করতে হয়,তিনি দেখিয়ে গেছেন প্রত্যেককে। এমন দরদী মহিলা বর্তমান সময়ে খুঁজে পাওয়া বহু কঠিন। নিজের খাবার অন্যের মুখে তুলে দিয়েছেন। সবার সাথে তাঁর ছিল দারুণ সম্পর্ক। চাকরি জীবনে অত্যন্ত সুনামের সঙ্গে নিজের কাজ চালিয়ে গেছেন। আজ এক বছর হলো।তিনি নেই পরিবারের মাঝে। শৈল দাসের প্রয়ান অপ্রত্যাশিত। তবে তিনি যেখানে আছেন ঈশ্বরের কৃপায় ভালো থাকুন এটাই ভগবানের কাছে চাইলেন অমিয় কুমার দাস। একই চাওয়া তাঁর পরিবার বর্গের। ভোলা মোদক সহ প্রয়াত শৈল দাসের পরিবারের একটাই কামনা ভাগবানের কাছে, তারা প্রত্যেকেই যাতে ওনার আদর্শকে পাথেয় করে সবার পাশে দাঁড়াতে পারেন এই লক্ষ্যে অবিচল তাঁর পরিবার।। আশীর্বাদ কাম্য রইলো পরিবারের প্রতি প্রয়াতার।