হাফলং (অসম) ৩ জুলাই (হি. স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের মধ্য দিয়ে যাওয়া হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। ডিমা হাসাওয়ে বৃষ্টি অব্যাহত থাকায় এই জাতীয় সড়কটি বিপদজনক অবস্থায় রয়েছে।
গত দুদিনের বৃষ্টিতে হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশের তিনটি জায়গায় পাহাড়ি নদীর জলের স্রোতে রাস্তা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে পরেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক পথটি এখনও সম্পূর্ণ সচল করে তুলতে পারে নি। বৃষ্টি কাজে সমস্যার সৃষ্টি করছে। তবে জাতীয় সড়কের যে সব অংশ জলের স্রোতে তলিয়ে গেছে সেই সব অংশে পাথর মাটি ফেলে সাময়িক ভাবে সড়ক পথটি সচল রাখার চেষ্টা অব্যাহত রাখলে ও নতুন করে মাটি পাথর ফেলে তৈরি করা রাস্তার উপর দিয়ে নদীর জল বইছে। তাই এই সব অংশে শিলচর হাফলং থেকে যাওয়া ছোট ছোট যানবাহন যাত্রীদের নামিয়ে ওই অংশ দিয়ে পার হচ্ছে। এবং যাত্রীরা ঝুকি নিয়ে ওই সব অংশ পায়ে হেটে পার হচ্ছেন। হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে বর্তমানে ঝুকি নিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করলে পন্য সামগ্রী নিয়ে যাওয়া ভারি যানবাহন জাতীয় সড়কের বিভিন্ন আটকা পরেছে গত তিন দিন থেকে। এই অবস্থায় কবে নাগাদ এই জাতীয় সড়ক সম্পূর্ণ সচল হয়ে উঠবে এনিয়ে দেখা দিয়েছে এক অনিশ্চয়তা। তবে বৃষ্টি অব্যাহত থাকলে এই জাতীয় সড়কে সমস্যা আরো যে বারবে তা এক প্রকার নিশ্চিত।