কলকাতা, ৩ জুলাই (হি. স.): খাস কলকাতায় সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক! গড়িয়াহাটের কাছেই একটি গেস্ট হাউসের ঘটনা বলে জানা গেছে। বুধবার, বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। সূত্রের খবর, সঙ্গিনীকে গুলি করার পরে নিজের মাথায় গুলি চালিয়েছেন ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর সঙ্গিনীর দেহে প্রাণ আছে। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।
জানা গেছে, মৃত যুবকের নাম রাজেশ সাউ। তিনি কোথাকার বাসিন্দা, জানা যায়নি। জখম তরুণী বজবজের বাসিন্দা। তবে তাঁরা প্রেমিক-প্রেমিকা ছিলেন কিনা, কেনই বা গেস্ট হাউসে গিয়েছিলেন, কেনই বা গুলি চলল, এসব নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। জানা গেছে, রবিবার একটি গেস্ট হাউসে ওঠেন তাঁরা। বুধবার, বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, তরুণীকে প্রথমে গুলি করেন যুবক। তাঁর পায়ে গুলি লাগে। এর পরেই নিজের মাথায় গুলি চালান তিনি।