ইম্ফল,৩ জুলাই (হি. স.): বন্যায় বেহাল পরিস্থিতি রাজ্যের বিভিন্ন অংশে।আগামী কয়েকদিন মনিপুরের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যার জেরে মনিপুরে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতিতে নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে মুনিপুর সরকার। রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, বৃষ্টির কারণে মণিপুরের সমস্ত স্কুল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।
প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাতের ফলে মণিপুরের পশ্চিম ইম্ফল এবং পূর্ব ইম্ফালে নদীর বাঁধ ভেঙে নদীর বিপুল পরিমাণ জল প্রবেশ করেছে আবাসিক এলাকায়।যার জেরে বিপর্যস্ত জনজীবন। বন্যার জলে রীতিমতো তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি জায়গা।