আইজিএম হাসপাতালকে দুর্নীতিগ্রস্ত বেসরকারি হাতে হস্তান্তরের বিরুদ্ধে সরব জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশনের

আগরতলা, ৩ জুলাই: রাজ্য শিক্ষা ব্যবস্হা, আইজিএম হাসপাতালকে দুর্নীতিগ্রস্ত বেসরকারি হাতে হস্তান্তর এবং জাতীয় স্তরে নিট ও নেট পরীক্ষার কেলেঙ্কারির বিরুদ্ধে সরব হয়েছে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন। আজ এরই প্রতিবাদ সংগঠনের তরফ থেকে রাজপথে মিছিল করে।

এদিনের মিছিলটি প্যারাডাইস চৌমুহনী থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় প্যারাডাইস চৌমুনিতে এসে শেষ হয়। মিছিলের শেষে সভায় মিলিত হয়।

সংগঠনের জনৈক কর্মী জানিয়েছেন, জাতীয় স্তরের নিট এবং নেট পরীক্ষা নিয়ে বড়সড় কেলেঙ্কারির ধরা পড়েছে। দেশের বৃহত্তর কেলেঙ্কারির বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি, আইজিএম হাসপাতালকে দুর্নীতিগ্রস্ত বেসরকারি হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছে। এরই বিরুদ্ধে সরব হয়েছে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন।