মুম্বই, ৩ জুলাই (হি. স.): মুম্বইয়ের জুুহুতে বেআইনি অস্ত্রের কারবার। বুধবার গোপনসূত্রে খবর পেয়ে ক্রাইম ব্রাঞ্চের ইউনিট ৯-এর অফিসাররা তল্লাশি অভিযান চালায় ওই এলাকায়। আর তারপরেই এক অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পিস্তল-সহ ৭টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়।
জানা গেছে, তাকে জেরা করতেই সন্ধান মেলে আরও দুজনের। এরপর জুহুতেই একটি গোপন ডেরায় গিয়ে হাতেনাতে ধরা হয় তাদের। অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে সাতটি দেশি পিস্তল ও ১৩৮টি কার্তুজ। অভিযুক্তদের বুধবার আদালতে পেশ করা হলে আদালত তাদের ৮ জুলাই পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশসূত্রে খবর, এই চক্রে আরও কেউ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।