‘দুর্নীতিগ্রস্তদের বাঁচাও আন্দোলন’ শুরু করেছে কংগ্রেস, নিশানা মোদীর

নয়াদিল্লি, ৩ জুলাই (হি. স.) : বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস এখন ‘ভ্রষ্টচারী (দুর্নীতিগ্রস্ত) বাঁচাও আন্দোলন শুরু করেছে। দুর্নীতিবাজদের জেলে পাঠানো হলে কংগ্রেস হাঙ্গামা করে।’

কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টি (এএপি)–র বিরুদ্ধেও তোপ দাগেন মোদী। বলেন, দুর্নীতি করে এএপি। আবগারি দুর্নীতি মামলায় নাম জড়ায় এএপি-র। এএপি-র দুর্নীতির বিরুদ্ধে প্রথম সোচ্চার হয় কংগ্রেস–ই। কিন্তু যখন আম আদমি পার্টির বিরুদ্ধে মামলা হয়, তখন উল্টে মোদীকে পাল্টা আক্রমণ শুরু করে। এএপি-র বিরুদ্ধে আদালতে শুনানি শুরু হলে, এখন সেই দুই দল (কংগ্রেস ও আম আদমি পার্টি) বন্ধু হয়েছে বলে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।