BRAKING NEWS

সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার যুবক, পুলিশকে তিরস্কার হাইকোর্টের

কলকাতা, ৩ জুলাই (হি.স.) : এক অদ্ভুত মামলায় পশ্চিমবঙ্গ পুলিশকে কড়া তিরস্কার করল কলকাতা হাইকোর্ট।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বৈঠক লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সময়েই লাইভের কমেন্ট বক্সে মন্ত্রী অরূপ রায়-সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এরশাদ সুলতান নামে হাওড়ার এক বাসিন্দা। গত ২৮ জুন মুখ্যমন্ত্রীর ওই বৈঠক লাইভ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেইদিনই ওই অভিযোগ তুলে কমেন্ট করা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হয়েছিল। ৩০ জুন গ্রেফতার করা হয়েছিল ওই ব্যক্তিকে। সেই নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ বুধবার নির্দেশ দিয়েছে, অভিযুক্তকে এদিন বিকেল ৫টার মধ্যে জেল থেকে ছেড়ে দিতে হবে।

বিচারপতি অমৃতা সিনহা এদিন মন্তব্য করেন, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। এদিন মামলার শুনানির সময় বিচারপতির প্রশ্ন, কোনও নাগরিক ক্ষোভ জানালে, তাঁকে গ্রেফতার করা হবে? অরূপ রায় কি কোনও অভিযোগ দায়ের করেছেন? বিচারপতি সিনহার মন্তব্য, ‘দুই ব্যক্তির নিজেদের মধ্যে গণ্ডগোলের ঘটনায় তৃতীয় ব্যক্তি অভিযোগ দায়ের করল, আর পুলিশ একজনকে গ্রেফতার করল?’

বিচারপতি এদিন মন্তব্য করেন, ‘অযথা নাক গলিয়েছে পুলিশ।’ এদিনই বিকেল পাঁচটার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি যেদিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল সেদিনের অর্থাৎ, ৩০ জুন শিবপুর থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *