আগরতলা, ৩ জুলাই: ২ জুলাই ইউজিসির ডিফল্টের যে লিস্ট বের হয়েছে তাতে আরিয়াভার্ট ইউনিভার্সিটির নাম না থাকায় কর্তৃপক্ষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পরিলক্ষিত হচ্ছে।
প্রসঙ্গত, জুন মাসের ১ তারিখ ইউজিসি থেকে যে ডিফল্টের লিস্ট প্রকাশিত হয়েছিল তাতে এই ইউনিভার্সিটি নাম থাকায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সহ কর্তৃপক্ষ এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, যে তারা ন্যাদণ্ডাদেশ হিসাবে রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট পিকে রায়কে যুক্ত করেছেন। কিন্তু সঠিক সময়ে তাদের মেইল পৌঁছতে না পারায় ইউনিভার্সিটি থেকে আরিয়াভার্ট ইউনিভার্সিটিকে ডিফল্ট ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ইউজিসি পয়লা জুলাই যে ডিফল্ট ইউনিভার্সিটির তালিকা প্রকাশিত করেছে তাকে আলিয়াভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নাম নেই। তাই কর্তৃপক্ষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ।
উত্তর ত্রিপুরার একমাত্র ইউনিভার্সিটি হিসেবে আরিয়াভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কার্যকলাপ স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি পক্ষে রোশন কুমার। বিভিন্ন বিভাগে ভর্তির কাজ চলছে যার মধ্যে বিভিন্ন মাস্টার ডিগ্রী, পিএইচডি ডিগ্রী, স্নাতক স্তরের বিভিন্ন বিভাগে ভর্তি তাছাড়া প্রমোশনাল কোর্স ভর্তির প্রক্রিয়া চলছে বলে জানান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
সরকারি নিয়ম মেনে বিভিন্ন স্কলারশিপ প্রদানের ব্যবস্থা রেখেছে এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। উল্লেখ্য যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের তিলথৈ গ্রাম পঞ্চায়েতের পালগাঁওয়ে নতুন ইউনিভার্সিটি কাজ প্রায় ৮০ শতাংশ হয়ে গেছে এবং শেষের পথে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এর কাজ যতটুকু এগিয়ে যাওয়ার কথা কথা ততটুকু এগোতে পারছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই নতুন বিল্ডিং ঘরের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

