ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত হ্যাট্রিক সুভাষ জমাতিয়ার। তাও খেলার প্রথমার্ধে পরপর তিন গোলের মাধ্যমে। মূলতঃ সুভাষের হ্যাট্রিকের সুবাদেই ঐকতান যুব সংস্থা ৩-২ গোলের ব্যবধানে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করেছে। একতান যুব সংস্থার পক্ষে এটি চতুর্থ ম্যাচের মাথায় তৃতীয় জয়। মাঝে একটি খেলা সিমনা তামাকারীর সঙ্গে এক-এক গোলে ম্যাচ ড্র করতে হয়েছিল। টিএফএ আয়োজিত সি ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্টের এ গ্রুপের ১৬তম ম্যাচ। বেলা তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ঐকতান যুব সংস্থা ৩-০ গোলের ব্যবধানে ইউনাইটেড বি এস টি কে পরাজিত করেছে। খেলার ৯, ২১ ও ৩৫ মিনিটের মাথায় সুভাষ জমাতিয়া পরপর তিনটি গোল করে নিজের হ্যাটট্রিক-এর স্বীকৃতি পায়। ঐকতান মূলতঃ রক্ষণভাগে দৃষ্টি নিবন্ধ করলেও দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মাথায় মোচাং জমাতিয়ার আত্মঘাতী গোলে ইউনাইটেড বিএসটি-র পক্ষে ব্যবধান কমে ১-৩ হয়। ১০ মিনিট বাদে ইউনাইটেড বিএসটি-র লালরেন ডিকা ডার্লং একটি গোল করে ব্যবধান দুই-তিন করে। অতঃপর ম্যাচে আক্রমণ প্রতি আক্রমণ তথা ভালোই লড়াই হলেও পরবর্তী সময়ে আর কোনও গোল হয়নি। তবে রেফারী বিজিত ইউনাইটেড বিএসটি-র সালকা জমাতিয়াকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেবরায়, খোকন সাহা, সুকান্ত দত্ত ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: বি গ্রুপের, উমাকান্ত মিনি স্টেডিয়ামে স্বামী বিবেকানন্দ ক্লাব ও কদমতলী যুব সংস্থা।
ReplyReply to allForwardAdd reaction |