নয়াদিল্লি, ২ জুলাই (হি. স.): দিল্লিতে লোকসভায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার লোকসভায় বসে থাকা তৃণমূল সাংসদদের দিকে আঙুল তুলে সৌমিত্র বলেন, পশ্চিমবঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন ছাড়া অন্য কোনও নির্বাচন হয় না। পশ্চিমবঙ্গে এটা একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে শাসক দল রাজ্যপাল, রাষ্ট্রপতি এবং আদালতের কথা শুনবে না। নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে পারে না।
তিনি এদিন বলেন, পশ্চিমবঙ্গে ২০০ জনেরও বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। এমনকি সাম্প্রতিক নির্বাচনের পরেও যুব মোর্চার কর্মীকেও “খুন” হতে হয়েছে বলে অভিযোগ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।