ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় এ-গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে। বেলা একটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পান্তৌয় স্পোর্টিং সোসাইটি ও আনন্দ ভবন। ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে আনন্দ ভবন কে পরাজিত করে লিগে প্রথম জয়ের মুখ দেখলো পান্তৌয় স্পোর্টিং সোসাইটি। ম্যাচে জয়ী দলের হয়ে গোল তিনটি করে খেলার ১০ মিনিটে পাপু রাজ জমাতিয়া, ৬২ মিনিটে নেলসন এিপুরা ও ৬৮ মিনিটে জনসন দেববর্মা। অন্যদিকে আনন্দ ভবনের হয়ে একমাত্র গোলটি করে খেলার ২৮ মিনিটে নোখা দেববর্মা। যদিও এদিন ম্যাচ চলাকালীন সময়ে প্রথমার্ধের ৯ মিনিট পর ৯ মিনিট খেলা বন্ধ ছিলো। ভারী বর্ষনের কারনে মাঠে জল লেগে থাকার ফলে খেলোয়াড়দের খেলতে অসুবিধা হওয়ায়, রেফারির কাছে আবেদন জানালে রেফারি ৯ মিনিট খেলা বন্ধ রেখে পুনরায় খেলা শুরু করে। প্রথমার্ধের খেলা কিন্তু ১-১ গোলে ড্র ছিল। ১০ মিনিটে পান্তৌয়ের পাপু রাজের গোলের ১৮ মিনিট পর আনন্দ ভবনের নোখা গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। এদিকে খেলার পুরো সময়ে মাঠে অসদাচরণের দায়ে রেফারি দু-দলের পাঁচজনকে হলুদ কার্ড দেখান। বিজিত আনন্দ ভবনের দিলশান ওচৈ-কে খেলার একেবারে অন্তিম সময়ে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখানোর সুবাদে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। খেলা পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দত্ত, খোকন সাহা, সুশান্ত দাস ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: বেলা একটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিমনা তামাকারী বনাম জম্পুইজলা প্লে সেন্টার।