রাস্তা সংস্কার ও জল নিষ্কাশনী ড্রেনের দাবিতে  বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ জুলাই: রাস্তা সংস্কার ও জল নিস্কাশনী ডেইন নির্মানের দাবিতে   সোমবার সকাল থেকে বিধায়ক বীরজিত সিনহার বাসভবনের সামনে পাইতুরবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জনতা। পুর পরিষদের ১৩ও১৪ নম্বর ওয়ার্ডের বসবাসকারীরা এই অবরোধে সামিল হয়ে বিক্ষোভ দেখান এদিন। অবরোধকারীরা বলেন, দীর্ঘ দিন যাবত রাস্তাঘাট বেহাল হয়ে আছে। কিন্তু পুর পরিষদের কোন খেয়াল নেই। অলিগলি পথ অত্যন্ত বেহাল। নেই নিকাশি ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে বাড়িঘরে প্রবেশ করে। রাস্তা ঘাটে চলাচল করা যায় না। এমনকি, গাড়ি ও যাতায়াত করতে পারে না। ১৪ নম্বর ওয়াডের চন্দ্র হাস সিনহার বাড়ির সামনের রাস্তা আছে। কিন্তু রাস্তায় কোনো মেডেলিং কার্পেটিং নেই । কঙ্কাল সার রাস্তা পরে আছে।

তাছাড়া ১৩  নম্বর ওয়ার্ড এলাকায়ও একই অবস্থা। এলাকার বাসিন্দা চন্দ্র শেখর সিনহা এই অভিযোগ জানিয়ে বলেন পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়কে বিষয়টি বহুবার জানানো হয়েছে। কিন্তু কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাসিন্দারা পুর পরিষদের রাজস্ব দেয়। কিন্তু পরিসেবা পায় না। দিকে দিকে রাস্তা সংস্কার, জল নিস্কাশনী ড্রেন পরিষ্কার করা হচ্ছে না । পুর পরিষদের  ড্রেন পরিস্কারের দাবিতে পথ অবরোধ ইত্যাদি করতে হচ্ছে বাসিন্দাদের।জলকর সম্পদ কর ইত্যাদি আদায় করেও পরিষেবা পাচ্ছেননা পুর বাসিন্দারা।  দীর্ঘ সময় অবরোধ চলার পর  ডিসিএম এসে ১৫দিনের মধে কাজ হবে কথা দিলে অবরোধে তুলে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *