ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে জয়ে এগোচ্ছে সরোজ সংঘ। টানা চার ম্যাচে জয় সরোজ সংঘ কে একদিকে যেমন খেলোয়াররা জয়ের ধারা অব্যাহত রেখে মনোবল বাড়িয়ে নিচ্ছে। অপরদিকে সাফল্যের লক্ষ্যে পথ প্রসারিত করে এগোচ্ছে। মনীষের জোড়া গোল দুর্দান্ত জয় এনে দিয়েছে আজ, সোমবার বিবেকানন্দ ক্লাবের বিরুদ্ধে। পক্ষান্তরে বিবেকানন্দ ক্লাবের জয়ের ধারায় আজ ক্ষুন্ন করে দিয়েছে সরোজের ছেলেরা। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত সি ডিভিশন ফুটবল লিগের বি গ্রুপের ১৪ তম ম্যাচ। বেলা তিনটায় প্রথমার্ধের অন্তিম সময়ে মনীষ দেববর্মা একটি গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় সেই মনীষ-ই আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে ২-০ হয়। পরবর্তী সময়ে দুদলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও তৃতীয় গোলের সন্ধান আর কেউ পায়নি। উপরন্ত দু দলের তিনজনকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, আদিত্য দেববর্মা তাপস দেবনাথ ও সুকান্ত দত্ত।