ডুসেলডর্ফ, ১ জুলাই (হি. স.): সোমবার ইউরোর সুপার সিক্সটিনের হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপ সেরা ফিফা র্যাঙ্কিং এক নম্বর ও দুই নম্বর দুটি দল ফ্রান্স আর বেলজিয়াম। সোমবার হারলেই বিদায় নিতে হবে এমন একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে দুটি দল। তাই তারা খেলবে আক্রমণাত্মক ফুটবল। তবে ২০১৫ সালের পর ফ্রান্সকে হারাতে পারেনি রেড-ডেভিলস।
পরিসংখ্যানে বেলজিয়াম এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফম্যান্স কিন্তু ভালো ফ্রান্স–এর। দুটি দলই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে ১২০ বছর। বহু বছরের ইতিহাস ! তবে ১৯৮৩ সালের পর ১৩ বার সাক্ষাতে মোটে ২ বার শেষ হাসি হেসেছে রেড ডেভিলসরা।
ডুসেলডর্ফ অ্যারেনায় সোমবার রাতে লড়াইয়ের মুখোমুখি হবে এই দুই দল। বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে পর্তুগাল বা স্লোভেনিয়ার মুখোমুখি হবে।